আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর-চরভদ্রাসন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ বলেছেন, এ বছর নির্বাচনে একটি ভোটও দুর্নীতি করার সুযোগ নেই। আমি কো-চেয়ারম্যান হিসেবে প্রতিদিনই দেশের ঊর্ধ্বতন প্রশাসনের সঙ্গে বৈঠক করে বলতে পারি অন্তত: এ বছর নির্বাচনে কেউ ভোট কারচুপি করে এমপি হতে পারবেন না। জনগণ আপন ইচ্ছায় যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। কাজেই স্থানীয় নেতাকর্মীদের তিনি আজ থেকে নৌকায় ভোট চেয়ে মাঠে নেমে যাওয়ার জন্য আহবান জানান।
তিনি বলেন, আপনারা আস্থা রাখুন, কোনো পেশী শক্তি জোর জুলুম করে বা দুর্নীতি করে এ নির্বাচনকে কলঙ্কিত করতে পারবে না।
শুক্রবার সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত নির্বাচনি পথ সভায় এসব কথা বলেন কাজী জাফর উল্লাহ।
তিনি বলেন, এ উপজেলায় ২২টি ভোট কেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রে একশ করে নেতাকর্মী দিয়ে নৌকা মার্কার একটি নির্বাচনি কমিটি গঠন করা হয়েছে। তাই উপজেলার ২২টি কেন্দ্রে মোট ২ হাজার ২শ নেতাকর্মীর চোখ ফাঁকি দিয়ে কেউ দুর্নীতি করতে পারবে না বা পেশী শক্তি খাটাতে পারে না। কাজেই তিনি নিশ্চিন্তায় আওয়ামী লীগ নেতা কর্মীদের আজ থেকে ভোট ভিক্ষায় মাঠ চোষে বেড়ানোর জন্য আহবান জানান।
তিনি আরও বলেন, এ বছর তৃণমূলের ভোটাররা নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিন্তু ভোটারদের সাহস শক্তি ও মনোবল ফিরিয়ে দেওয়ার দায়িত্ব মাঠ কর্মীদের। তাই স্থানীয় নেতাকর্মীরা আর ঘরে বসে না থেকে প্রতিটি ভোটারের দ্বারে ঘুরে নৌকা মার্কার পাল্লা ভারী করার জন্য উদাত্ত আহবান জানান কাজী জাফর উল্লাহ।
এ পথ সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট ইছাহাক মিয়া। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. বেলায়েত হোসেন রুবেল।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফকির মোশারফ হোসেন, বোরহান উদ্দিন মোল্যা ও মো. দেলোয়ার হোসেন মোল্যা প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা মো. খোকন মোল্যা, বাবুল মোল্যা, শেখ আবুল খায়ের, মোকাদ্দাস মোল্যা, শামসুদ্দিন মোল্যা, মিজান শিকদার, সেলিম রেজা ও শওকত মোল্যাসহ বিভিন্ন নেতাকর্মী ও ভোটাররা সভায় উপস্থিত ছিলেন।