anusandhan24.com
ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৩ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেবে তিতিজায়া ল্যান্ড বেরহাদ। প্রতিষ্ঠানটি এই ভবন নির্মাণের দায়িত্বে রয়েছে। ভবনে কর্মরত তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ও দুজন আহত হন।

বুধবার সন্ধ্যায় পেনাংয়ের বায়ান লেপাসে ঘটনাস্থল পরিদর্শন করেন তিতিজায়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দাতুক লিম পোহ ইয়েট। এর আগে মঙ্গলবার রাতে ভবনের ছাদ ধসে পড়ে। এতে কারও গাফিলতি কিংবা অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাইটের সব কাজ স্থগিত করা হয়েছে। নিখোঁজ চার বাংলাদেশির খোঁজ পাওয়ায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এদিকে, মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন কর্মীদের লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ আদায়েও কাজ করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।