anusandhan24.com
আমি আরও শক্তিশালী হয়ে ফিরেছি: ইসরাইলের কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি নারী
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ০৪:৫২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইসরাাইলের কারাগার থেকে মঙ্গলবার রাতে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি নাগরিক লামিস মাহের আবু আরকাউব। ২৬ বছর বয়সী এই নারীকে তার দুরা গ্রামবাসী স্বাগত জানান।

২১ দিন আগে তাকে শত্রু সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং গাজার প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আটক করেছিল ইসরাইলি বাহিনী।

ফিরে আসার পর কান্নায় ভেঙে পড়ে ওই নারীকে জড়িয়ে ধরেন তার বাবা-মা ও ভাতিজারা। নিজের চোখের জল মুছে লামিস তার স্বজনদের আশ্বস্ত করেন যে তিনি ঠিক আছেন।

তিনি বলেন, ‘আমি আরও শক্তিশালী হয়ে ফিরেছি। দেখ, আমি মোটেও ভীত নয়।’

একই সময়ে লামিসের বাবাকেও গ্রেফতার করেছিল ইসরাইলি বাহিনী। তাকে তারা দুই পায়ে আঘাত করে আহত করে। অবশ্য তাকে অল্প সময় পরই ছেড়ে দেওয়া হয়েছিল।

সূত্র: আলজাজিরা