anusandhan24.com
শ্যামলীতে বাসে আগুন
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ০৮:১৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, বিকাল ৩টা ২৩ মিনিটের দিকে শ্যামলীতে বৈশাখী পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। সঙ্গে সঙ্গে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছায়; কিন্তু ফায়ারকর্মীরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।