anusandhan24.com
নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ ৩ বিদেশি সংস্থার
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ০৭:৫৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। সেগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। এসব সংস্থার ছোট আকারের টিম এ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য এসব সংস্থা আবেদন করেছে। ইসি এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গতকাল সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত তিনটি সংস্থা নির্বাচন কমিশনকে মেইল করে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান (এনডিআই), যেটা প্রি-অ্যাসেসমেন্ট করে গেছে। ইইউ আগেই বলেছে এবং অতি সম্প্রতি কমনওয়েলথের একটি টিম ইসির সাক্ষাতের সময় চেয়েছেন। তিনি বলেন, ২১ নভেম্বরের মধ্যে বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত সেলের মাধ্যমে সমন্বয়ের পর বিদেশি পর্যবেক্ষক হিসাবে কারা আসছে তাদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

এদিকে ইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা- ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেছে। তিনটি সংস্থার মধ্যে কমনওয়েলথের প্রাক নির্বাচনি মূল্যায়ন দলের (প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) সঙ্গে আগামী ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সভার সময় নির্ধারিত হয়েছে। অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক-নির্বাচনি মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।