anusandhan24.com
ইসরাইলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্থগিত, রাষ্ট্রদূতকে প্রত্যাহার
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

গাজায় দখলদার ইসরাইলি সেনাদের নির্বিচার হামলার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে বাহরাইন। এছাড়া ইসরাইলে থাকা রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশও দিয়েছে দেশটি।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থ্যতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল চারটি দেশ। এর মধ্যে অন্যতম ছিল বাহরাইন।

বাহরাইনের সংসদের নিম্নকক্ষ বৃহস্পতিবার রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

বাহরাইনের সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেশে নিযুক্ত ইসরাইলের দূতও বাহরাইন ছেড়েছেন এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর— আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা চারটি দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে ইসরাইলের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছে বাহরাইন।

মৃত শিশুর কপালে আলতো চুমু দিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি
আব্রাহাম চুক্তির পর বাহরাইন ও ইসরাইলের মধ্যে সবদিক দিয়ে সম্পর্ক বৃদ্ধি পায়।

আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে উত্তেজনা নিরসনে আব্রাহাম চুক্তিকে ব্রেকথ্রু হিসেবে দেখা হয়েছিল। তবে এ চুক্তির তেমন কার্যকারিতা বাস্তবে পাওয়া যায়নি।

তবে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা আসেনি। মূলত সংসদের নিম্নকক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বাহরাইনের ক্ষুব্ধ নাগরিকদের শান্ত করার একটি প্রয়াস চালানো হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, বাহরাইনের সঙ্গে তাদের সম্পর্ক স্থিতিশীল আছে।