anusandhan24.com
মির্জা ফখরুলসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাংচুর ও হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার খিলগাঁও থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান মুন্সি বাদী হয়ে পল্টন থানায় এ মামলা করেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।