anusandhan24.com
সাইনবোর্ডে অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ০৮:৪১ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ। ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত অবরোধ সমর্থনে মিছিল করে বিএনপি।
মঙ্গলবার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন।