anusandhan24.com
চাঁদা দাবির অভিযোগে ওসি বরখাস্ত
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ০৮:৫৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

চাঁদা দাবির অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার্সের দেওয়া আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক। তিনি জানান, শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের জন্য তিন কোম্পানির কাছে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই হবিগঞ্জের পুলিশ সুপার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে তাকে (মো. শামসুল হককে) প্রধান করা হয়। গত ১৪ অক্টোবর এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওসি কামালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।