anusandhan24.com
৭ লাখ ৮০ হাজার জাল টাকা জব্দ, আটক ৩
শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ০৬:৩২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সিদ্ধিরগঞ্জে ৭ লাখ ৮০ হাজার জাল টাকাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) চাউলাউ মারমা।

এর আগে শুক্রবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজীজ মোল্লার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় ল্যাপটপ, প্রিন্টার, জালনোট তৈরির ডাইস তিনটি, জালনোট তৈরির গ্লাস দুটি, ট্রেসিং পেপার এক কেজি, এফোর পেপার ২৫০ পেজ ও জালনোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রঙয়ের কালি জব্দ করা হয়।

আটকরা হলেন- ফেনীর আকরামপুর এলাকার মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (৩২), কুড়িগ্রামের রামখানা কদমতলী এলাকার আজিক রহমানের ছেলে মো. রুবেল ইসলাম হৃদয় (২০)।

চাউলাউ মারমা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জালনোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসবে (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) ঢাকাসহ আশপাশের সব জেলায় বিক্রয় করে থাকে। সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।