anusandhan24.com
বাড্ডায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৫
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাজধানীর বাড্ডা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো.বশির, মো. নুর আলম অনি, মো. সুমন ওরফে টেলি সুমন, এসএম আমিনুল হক সেলিম ও মো. মনোয়ার হোসেন বাবু।

শনিবার বাড্ডা থানার ওসি আবদুল কাইউম বলেন, শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ গ্রেফতার করা হয়।

ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে গ্রেফতার আসামিরা জমি দখল করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।