anusandhan24.com
ভারতের মুসলমানরা পাকিস্তানকেই সমর্থন করবে
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে লড়ছে অংশগ্রহণকারী দলগুলো। ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ক্রিকেটের বিশ্ব আসর।

১৪ অক্টোবর ভারতের আহমেদাবাদে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ভারতের মুসলিম সমর্থকরা পাকিস্তান ক্রিকেট দলকেই সমর্থন করবে। এমনটি বলছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মুশতাক আহমেদ।

পাকিস্তানের সামা টিভির এক শোয়ে অংশ নিয়ে মুশতাক আহমেদ বলেন, আহমেদাবাদ এবং হায়দরাবাদে তুলনামূলক মুসলিম বেশি। এই কারণে বিমানবন্দরে পাকিস্তান দলের সমর্থন দেখা যাচ্ছে।

মুশতাক আহমেদের মতো একই সুরে কথা বলেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার নাভেদ উল রানা।

তিনি বলেন, জনসমর্থনের কথা ধরলে হায়দরাবাদ, আহমেদাবাদের মুসলিমরা আমাদের সমর্থন করবে। ভারতীয় মুসলিমরা আমাদের বরাবর সমর্থন করে। ওখানে আমি দুইটা সিরিজ খেলেছি। ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলতে গিয়ে দেখেছি কীভাবে ওখানকার মুসলিমরা আমাদের সাপোর্ট করে। আর হায়দরাবাদের তো কথাই নেই!