anusandhan24.com
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আফজাল হোসেন
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৭ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। গত রোববার তিনি বাসায় ফেরেন।

অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সেই কারণে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরেছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আফজাল হোসেন। তার অবস্থা খারাপ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। এখন তিনি বাসায় আছেন।