anusandhan24.com
সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৩ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

আন্দোলনকারী রেলের অস্থায়ী শ্রমিকদের মালিবাগ রেললাইন থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে চাকরি স্থায়ী করার দাবিতে রোববার ১০টার দিকে রাজধানী মালিবাগ রেললাইন অবরোধ করে রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়ুন এক্সপ্রেসওয়ে চালুর পরও বিমানবন্দর সড়কে তীব্র যানজট

জানা যায়, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণে দাবিতে রেলপথ মন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। তাই অস্থায়ী শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে।

হাজারো শ্রমিক রেলপথে অবস্থান নেওয়ায় মালিবাগ রেলগেটে আটকা পড়ে ঢাকা থেকে রংপুর যাওয়ার ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’।