anusandhan24.com
অপু বিশ্বাস সিঙ্গাপুর যাচ্ছেন
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

সিঙ্গাপুর যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আগামী ২ সেপ্টেম্বর সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।

দেশটিতে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন অপু। এতে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি।