anusandhan24.com
সরকারকে ‘সাইবার সিকিউরিটি’ অ্যাক্ট নিয়ে যে সতর্ক করল অ্যামনেস্টি
বুধবার, ২৩ আগস্ট ২০২৩ ০৬:৫০ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) ২০২৩’ প্রসঙ্গে অংশীজনের মতামত নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সেই সঙ্গে এও জানিয়ে সতর্ক করা হয়েছে, নতুন আইনটিতে আগের মতো যেন দমনমূলক ধারাগুলো পুনর্ব্যক্ত না হয়। সংস্থাটির মতে, সিএসএ’র প্রাথমিক খসড়া পর্যালোচনায় দেখা গেছে, তাতে আগের আইনের মতো দমনমূলক ধারাগুলো রয়েছে, যা ব্যক্তির বাকস্বাধীনতার অধিকারকে হুমকি ও সীমিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।

মঙ্গলবার বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইন শাখার উপসচিব মো. ইউসুফের কাছে এ সংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছে সংগঠনটি।

বার্তায় বলা হয়েছে, যদি এই সিএসএ আইন প্রণীত হয়, তাহলে বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ)-২০১৮ রহিত হবে। সরকারের এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানায়।