anusandhan24.com
সৌদির ক্লাবে গার্লফ্রেন্ড রাখার অনুমতি পেলেন নেইমার
বুধবার, ১৬ আগস্ট ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার পিএসজি ছেড়ে যোগ দিচ্ছেন সৌদির ক্লাব আল হিলালে।

নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন।

সৌদির রক্ষণশীল আইনে বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড নিয়ে থাকা যায় না। তবে সম্প্রতি বিদেশি খেলোয়াড়দের জন্য এই আইন শিথিল করা হয়েছে। নেইমারও সেই সুযোগ পাচ্ছেন।

বেতন ছাড়াও প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো উপহার পাবেন নেইমার।

সূত্র: মেইল অনলাইন