
anusandhan24.com :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুরের পর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বিএনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।
দলটির নেতারা বলেছেন, বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। দুপুরের পর হঠাৎ করেই ফিরোজার সামনে বাড়তি পুলিশের উপস্থিতি চোখে পড়ে। একই সঙ্গে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।
এদিকে হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিটে তিনি রাজধানীর এয়ারকেয়ার হাসপাতাল ছাড়েন। আর তার বাসায় ফেরার খবরে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
৭৮ বয়সি খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তিতে আছেন। তিনি দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত।