anusandhan24.com
কত টাকায় বিক্রি হলো পদ্মার বাঘাইড়
শুক্রবার, ৯ জুন ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ২৭ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়ে।

শুক্রবার সকালে পদ্মা নদীর উজানে জেলে জব্বার হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, বাঘাইড় মাছটি সকালে স্থানীয় রওশন মোল্লার আড়তে আনা হয়। এখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৫০০ টাকায় তিনি মাছটি কিনে নেন।

এরপর মাছটি ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন। পরে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠিয়ে দেন।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি বর্তমানে ধীরে ধীরে বাড়ায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাস, কাতল, বাঘাইড় ও চিতলসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। মাছগুলো পেয়ে জেলেরা অনেক খুশি। তবে অভয়াশ্রম করে এসব বড় মাছদের রক্ষা করা গেলে নদীতে মাছের পরিমাণ অনেক বেড়ে যেত।