anusandhan24.com
ভারতীয় বোলারদের তুলোধুনো করে হেডের সেঞ্চুরি
বুধবার, ৭ জুন ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইনিংসের শুরু থেকেই দারিণ ক্রিকেট খেলেন।

১০৬ বলে ১৪টি চার আর একটি ছক্কার সাহায্যে তিন অঙ্কোর ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ক্যারিয়ারের ৩৭তম টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন হেড।

বুধবার ইংল্যান্ডের দ্যা ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনার উসমান খাজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। এক উইকেটে ৭১ রান করা অস্ট্রেলিয়া এরপর ৫ রানের ব্যবধানে হারায় ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের উইকেটে।

৭৬ রানে ৩ উইকেট পতনের পর হাল ধরেন স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। চতুর্থ উইকেটে ইতোমধ্যে ১৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬৭ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান। ১০৫ ও ৫৭ রানে ব্যাট করছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ।