anusandhan24.com
নতুন পার্লামেন্ট ভবন নিয়ে শাহরুখের টুইট, যে উত্তর দিলেন মোদি
রবিবার, ২৮ মে ২০২৩ ০৫:৪২ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভবনটির উদ্বোধন কে করবেন— এ নিয়ে বিতর্কে ভারতের ১৯টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করে। দেশের প্রেসিডেন্টকে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করতে না বলায় মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করেছে এসব দল।

হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে এ অনুষ্ঠান করার সিদ্ধান্তেরও সমালোচনা করেছে বিরোধী দলগুলো।

মোদি সরকারের এই চাপা অস্বস্তির খোঁচায় খানিক প্রলেপ দিচ্ছে বলিউড। অক্ষয় কুমার বা অনুপম খেরের মতো ‘গেরুয়া ঘনিষ্ঠ’ তারকারাই নন, বড় সার্টিফিকেট দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানও।

নিজের ছবি ‘স্বদেশ’-এর একটি ভয়েস ওভার দিয়ে একটি ভিডিও টুইট করেছেন শাহরুখ।

হ্যাশট্যাগে ‘মাই পার্লামেন্ট মাই প্রাইড’ যোগ করে তিনি মোদির উদ্দেশে লেখেন, ‘যারা আমাদের দেশের সংবিধানকে তুলে ধরবেন তাদের জন্য কী চমৎকার একটি নতুন ভবন। এই ভবন ভারতের প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করবে, জনগণের বৈচিত্র এবং ঐক্য রক্ষা করবে। নতুন ভারতের জন্য নতুন সংসদ ভবন যার মধ্যে রয়েছে দেশের সুপ্রাচীন স্বপ্নের গরিমা। জয় হিন্দ।’

শাহরুখের টুইটের পরই তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, ‘খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। নতুন সংসদ ভবন দেশের গণতান্ত্রিক শক্তি এবং প্রগতির প্রতীক। এটি ঐতিহ্য এবং আধুনিকতার মিশেল।’