anusandhan24.com
মুশফিকের দেড় যুগ
শনিবার, ২৭ মে ২০২৩ ০৬:০৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

বাংলাদেশের ২৩ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি তার। সর্বোচ্চ ইনিংসও এসেছে তার ব্যাট থেকে। বগুড়ার কৃষ্ণপুরে ছেলেবেলায় বড় ভাইদের সঙ্গে খেলতে গিয়ে তার উইকেটকিপার হওয়া। যে ভাইয়া নিয়মিত কিপিং করতেন, তিনি সেদিন তা পারেননি।

তিনি বললেন, দেখি একটু চেষ্টা করে। দুটি খুব ভালো ক্যাচ নিয়েছিলেন সেদিন। কিপিংয়ে সেই যে মজা পেলেন, আজও তা অব্যাহত।
মেঘে মেঘে বেলা কম হলো না।

এই সেদিন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করা সেই মুশফিকুর রহিম কাল ১৮ বছর পেরোলেন বাংলাদেশের ক্রিকেটে। ২০০৫ সালের ২৬ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তার অভিষেক হয় সাদা পোশাকের ক্রিকেটে।

এক বছর পর ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ডেব্যু হয় ওডিআইতে। প্রথম আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলেন ২০০৬-এ, সেই জিম্বাবুয়েরই বিপক্ষে। ৩৬ বছরের এই ডান-হাতি ব্যাটার-কিপার ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।