ভারতে এবার দুই হাজার রুপির নোট বাতিল করা হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ নোট বাতিলের ঘোষণা দেয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ব্যাংকে গিয়ে এই নোটের পরিবর্তে সমমূল্যের অন্য ব্যাংক নোট নিতে পারবেন দেশটির নাগরিকেরা। খবর এনডিটিভির।
শুক্রবার সন্ধ্যায় ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নোট বাতিলের নতুন নির্দেশনার কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নোটের সমমূল্য নোট ব্যাংক থেকে মিলবে।
এর আগে ২০১৬ সালের ৮ নভেম্বর দিবাগত রাতে ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিল করেছিল দেশটির সরকার। সাত বছরের মাথায় এবার দুই হাজার রুপির নোট তুলে নিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।