পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন।
সুপ্রিমকোর্ট বৃহস্পতিবার ইমরান খানকে বন্দি হিসেবে বিবেচনা না করে পুলিশ লাইন্স গেস্ট হাউসে পাঠানোর নির্দেশ দেন। খবর জিও নিউজের।
পরে পুলিশ লাইন্স গেস্ট হাউসেই ইমরান খানের সঙ্গে প্রেসিডেন্ট ড. আরিফ আলভি ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে যাওয়া আগ পর্যন্ত ইমরান খান ওই রেস্ট হাউসে অবস্থান করেন।
ইমরান খানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।