anusandhan24.com
ইমরান খানের দলে যোগ দিলেন পাকিস্তানের অভিনেত্রী আজেকাহ
সোমবার, ৮ মে ২০২৩ ০৬:৩৫ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের দলে যোগ দিলেন দেশটির খ্যাতনামা মডেল ও অভিনেত্রী আজেকাহ ড্যানিয়েল।

রোববার এক টুইটবার্তায় তিনি পিটিআইয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর জিওনিউজের।

অভিনেত্রী আজেকাহ তার টুইটবার্তায় বলেন, অবশেষে দেশের জন্য আমি পিটিআইয়ের রাজনীতির সঙ্গে যুক্ত হলাম। সিন্ধুপ্রদেশের পিটিআইপ্রধান আলী হ্য়দার জাইদির হাত ধরে আমি এ দলে যোগ দিলাম।

দেশকে বাঁচাতে হলে আমাদের উচিত ইমরান খানের হাতকে আরও শক্তিশালী করা। পরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পিটিআইয়ে যোগ দেওয়ার একাধিক ছবি পোস্ট করেন।