anusandhan24.com
ইমরান খানের জামিনের মেয়াদ আরও বাড়ল
শুক্রবার, ৫ মে ২০২৩ ০৬:৫৬ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা ইমরান খানকে ৯টি মামলায় পৃথকভাবে জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।

গত ১৮ এপ্রিল ইসলামাবাদ হাইকোর্ট ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে সহিংসতাসহ আটটি মামলায় ইমরানের জামিনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বুধবার নয়টি মামলায় জামিন আবেদনের মেয়াদ এক দিন বাড়ানোর আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার ইমরান খান আদালতে হাজির হলে প্রধান বিচারপতি আমের ফারুকের নেতৃত্বাধীন ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ তাকে সতর্ক করেন যে, শুনানিতে তার অনুপস্থিতির কারণে তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করা হতে পারে।

বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার পর শুনানি শেষে তাকে ৭ মামলায় ১০ দিনের জামিন দেন আদালত। অন্য দুটি মামলায় ৯ মে পর্যন্ত জামিন দেওয়া হয়।