anusandhan24.com
পুতিনকে ফোন করে এরদোগানের ধন্যবাদ
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ০৯:০৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

তুরস্কের প্রথম পারমাণবিক চুল্লি উদ্বোধনের আগ মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার এই দুই নেতার ফোনালাপ হয়। এ সময় পারমাণবিক চুল্লির কাজে সহায়তার জন্য রাশিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোগান।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু জ্বালানি কোম্পানি ‘রোসাটম’ তুরস্কের ‘আক্কু’ নামের চুল্লিটি নির্মাণে সহায়তা করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে পুতিন ও এরদোগান শস্য চুক্তি ও ইউক্রেন যুদ্ধ নিয়েও আলাপ করেন।

এ সময় পুতিন বলেন, অর্থনীতি, বাণিজ্য ও কৃষি খাতে তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করবে রাশিয়া।

চুল্লিটির প্রথম ইউনিটে প্রথম জ্বালানি লোড করা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন দুই প্রেসিডেন্ট।