anusandhan24.com
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে সরকারি অফিস
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ০৬:৫২ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ঈদের পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে রবিবার (২৩ এপ্রিল)। সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি অফিস আদালত, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ১৮ এপ্রিল মঙ্গলবার।

ঈদের আগে গত বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এবছর রোজা ২৯টি হওয়ার ফলে ঈদ উদযাপিত হয়েছে শনিবার (২২ এপ্রিল)। সেই হিসেবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল) ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) এবং ঈদের পরের দিন আজ রবিবার (২৩ এপ্রিল) পর্যন্ত রয়েছে ঈদের ছুটি। সব মিলিয়ে এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারিরা রোজার ঈদের ছুটি ভোগ করেছেন টানা পাঁচদিন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদে টানা পাঁচ দিনের ছুটি পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।