anusandhan24.com
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনে সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূকিম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ মাত্রার।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর উপকূলীয় শহর তুবানের ৯৬ কিলোমিটার উত্তরে। ভূ-পৃষ্ঠের ৫৯৪ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।