anusandhan24.com
আরও ৫০ এলিট ফুটবলারে চোখ সৌদি আরবের
শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ০৪:১৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

মোটা অঙ্কের বেতনে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। লিওনেল মেসিকে কেনার প্রস্তাব দিয়েছে আল হিলাল। শীর্ষ পর্যায়ের তারকা খ্যাতি সম্পন্ন এমন আরও ৫০ ফুটবলারকে সৌদি লিগে ভেড়াতে চায় সৌদি আরব।

২০৩০ বিশ্বকাপের বিড ধরতে চায় সৌদি আরব। শীর্ষ পর্যায়ের ফুটবলার সৌদি লিগে খেললে দেশটির ফুটবল এবং ফুটবল অবকাঠামো সম্পর্কে বিশ্ব ধারণা পাবে। যা তাদের বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেতে সহায়তা করবে বলে মনে করছে সৌদি ফুটবল কর্তৃপক্ষ।

সংবাদ মাধ্যম ইএসপিএন দাবি করেছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে সৌদি প্রো লিগের পরিকল্পনা ইউরোপের শীর্ষ পাঁচ লিগ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালির লিগের কিছু তারকা ফুটবলার কেনা। এর বাইরে পর্তুগিজ লিগের ফুটবলার আনতে চায় তারা।

ওই পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা এবং লুকা মডরিচকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও তারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। লিভারপুলের রর্বাতো ফিরমিনো, এভারটনের ইয়ারি মিনা, ম্যানচেস্টার ইউনাইটেডের রাফায়েল ভারানেদের ওই প্রস্তাব পাঠিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ।

গালফ দেশটির শীর্ষ পর্যায়ের ফুটবলার কেনার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে সৌদ আরবের ক্রীড়া মন্ত্রণালয়। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, ‘চাইনিজ লিগের মতো অর্থ উড়াতে চায় না সৌদি। তাদের উদ্দেশ্য সৌদি প্রো লিগের উন্নয়ন করা। এশিয়া ও আফ্রিকা অঞ্চলের সেরা লিগ হওয়া। কাতার বিশ্বকাপ থেকে তারা সৌদি ফুটবলের সমর্থন সম্পর্কে ধারণা পেয়েছেন। সেজন্য সৌদি ফুটবলকে এগিয়ে নিতে চান তারা।’