anusandhan24.com
এবার গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে গেল ইবি
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে গেল। ইবির সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে স্বতন্ত্রভাবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেবে কর্তৃপক্ষ।

বুধবার রাতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তবে যদি রাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষ থেকে সরাসরি কোনো প্রজ্ঞাপন আসে, সে বিষয়ে সম্মান দেখাবেন ইবি শিক্ষকরা। সিন্ডিকেট সভা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, এর আগে ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২৫তম সভায় (জরুরি) সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অবশেষে সিন্ডিকেট সভার চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গুচ্ছ থেকে বেরিয়ে গেল ইবি।

নিজস্ব পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।