anusandhan24.com
পশ্চিম অস্ট্রেলিয়ায় ২৭৫ কিমি বেগে আঘাত হানতে পারে ইলসা
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ০৪:১৮ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

পশ্চিম অস্ট্রেলিয়ায় ঘণ্টায় ২৭৫ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইলসা। এই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি ব্রুমের প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, প্রায় ১০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে এটি। পোর্ট হেডল্যান্ডসহ বেশ কয়েকটি প্রত্যন্ত শহরের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মানুষজনকে আশ্রয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর- বিবিসি।

পোর্ট হেডল্যান্ডের মেয়র পিটার কার্টার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানিয়েছেন, অপ্রত্যাশিত এই ঘূর্ণিঝড়ের জন্য প্রস্ততি নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রত্যন্ত বিদ্যাডাঙ্গা এলাকার প্রায় ৭০০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে খাদ্য ও জ্বালানি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে খাবার পানি মজুত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।