anusandhan24.com
ওয়াসার এমডির বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩০ মে
সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

অর্থ আত্মসাৎ অভিযোগের মামলায় ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে আগামী ৩০ মে প্রতিবেদন দাখিলের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান অভিযোগের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জানান বাদীপক্ষের আইনজীবী মুনজুর আলম।

১৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকসিমসহ ৯ জনের বিরুদ্ধে গত বছরের ১০ নভেম্বর মামলাটি করেন ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সরকার। তাকসিম ছাড়া অন্য আসামিরা হলেন– ঢাকা ওয়াসার প্রকৌশলী শারমিন হক আমীর, সাবেক রাজস্ব পরিদর্শক মিঞা মো. মিজানুর রহমান, প্রকৌশলী মো. আখতারুজ্জামান, রাজস্ব পরিদর্শক জাকির হোসেন, প্রকৌশলী বদরুল আলম, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শ্যামল বিশ্বাস, উপসচিব শেখ এনায়েত উল্লাহ ও উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সালেকুর রহমান।

মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা ওয়াসা কর্মচারী সমিতির তহবিলে ২০১৭-১৮ সালে ওয়াসার রাজস্ব আয় থেকে ১৩৩ কোটি টাকা জমা হওয়ার কথা। কিন্তু এই সময়ে সমিতির হিসাবে জমা হয় ১ কোটি ৭৯ লাখ টাকা। বাকি ১৩২ কোটি ৪ লাখ টাকা ছয়টি ব্যাংক থেকে বিভিন্ন চেকের মাধ্যমে তাকসিম খানের নির্দেশে অন্য আসামিরা তুলে আত্মসাৎ করেন। এ ছাড়া গাড়িসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমিতির হেফাজত থেকে নিয়ে প্রায় ২০০ কোটি টাকার সমমূল্যের সম্পদ আসামিরা আত্মসাৎ করেন বলেও বাদীর অভিযোগ।