তরুণ কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াত নতুন করে গাইলেন কিংবদন্তি বাংলা গান ‘বিমূর্ত এই রাত্রি আমার’। গানটি তার ইউটিউব চ্যানেলে ঈদের পর প্রকাশ পাবে বলে জানানো হয়েছে।
কানাডা প্রবাসী সংগীত পরিচালক পল্লবী মজুমদারের সংগীতায়োজনে গানটির মিউজিক ভিডিওর নির্দেশনায় রয়েছেন জোবায়ের শাওন।
গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট সফট, সুথিং ও মন ছুঁয়ে যাওয়ার মতো- এ কথা নিজেই জানিয়েছেন রাপ্তি সারওয়াত। মূল ভাবের সঙ্গে মিল রেখেই তিনি গানটি গেয়েছেনও জানিয়েছেন। আশা করছেন, তার এই গান সব বয়সির মনেই দাগ কাটবে।
উপমহাদেশের স্বনামধন্য গায়ক ও সংগীত পরিচালক ভূপেন হাজারিকার মূল সুরে কণ্ঠশিল্পী আবিদা সুলতানার গায়কীতে উদ্বুদ্ধ হয়েই প্রবাসী এই শিল্পী নতুন করে গানটি গেয়েছেন।
রাপ্তির স্থায়ী বাস অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। প্রবাস জীবনেও তিনি বাঙালি সংস্কৃতিকে একান্তভাবে লালন করে যাচ্ছেন। এরই অংশ হিসাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা বৈশাখ উদযাপনসহ প্রবাসে সব ধরনের সাংস্কৃতিক আয়োজনেই তার সরব উপস্থিতি লক্ষ করা যায়। সংবাদ বিজ্ঞপ্তি।