anusandhan24.com
আরেক মামলায় সাংবাদিক শামসের জামিন
রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ০৮:০১ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালতে আজ রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শামসুজ্জামান শামস। পরে শুনানি শেষে আদালত আগামী ১৫ মে পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

শামসের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। ওই মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্টনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করার অভিযোগ করেন বাদী।

ওই মামলার পরিপ্রেক্ষিতে শামসকে গত ৩০ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। পরে গত ১ এপ্রিল তিনি জামিনে মুক্তি পান।

এর আগে গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে ২৯ মার্চ তেজগাঁও থানায় শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।