anusandhan24.com
চেন্নাইয়ের ৩০ কোটির দুই ক্রিকেটার ইনজুরিতে
রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ০৭:৫০ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

চেন্নাই সুপার কিংসের পেসার দিপক চাহার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। মুম্বাইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়া এই ক্রিকেটারের মাঠে ফিরতে সময় লাগবে বলে সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে।

দিপকের ইনজুরির অবস্থা বুঝতে স্ক্যান করাতে হবে। এরপর কতদিন পরে তিনি মাঠে নামতে পারবেন তা নিশ্চিত হওয়া যাবে বলে জানা গেছে।

তাকে গত মৌসুমে ১৪ কোটি রুপি দিয়ে কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু পিঠের ইনজুরিতে গত আসরের পুরোটাই মাঠের বাইরে ছিলেন ডানহাতি এই পেসার। এবার আবার আসরের শুরুতেই ইনজুরিতে পড়লেন এই পেসার।

ওদিকে চেন্নাইয়ের আরেক দামি ক্রিকেটার বেন স্টোকস ইনজুরিতে পড়েছেন। শুধু ব্যাটার হিসেবে খেলা ইংলিশ অলরাউন্ডারের মাঠে ফিরতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে দাবি করেছে ক্রিকবাজ। তাকে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্জাইজিটি ১৬ কোটি ২৫ লাখ রুপি দিয়ে কিনেছিল।

চেন্নাইয়ের আরেক ইংলিশ ক্রিকেটার মঈন আলীও সর্বশেষ ম্যাচে খেলতে পারেননি। তার ফুড পয়জনিং হয়েছিল বলে জানানো হয়েছে।