anusandhan24.com
ইয়েমেনে যুদ্ধ বন্ধের উদ্যোগ
রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ০৫:২৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

চীনের মধ্যস্থতায় গত মাসে বেইজিংয়ে মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব নিজেদের মধ্যে ফের কূটনীতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়। এরপর গত বৃহস্পতিবার ফের দুই দেশের শীর্ষ কূটনীতিকরা বেইজিংয়ে বৈঠক করেন। এ সময় তাঁরা অশান্ত অঞ্চলটিকে নিরাপত্তা ও স্থিতিশীলতা আনতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। বিরোধ ভুলে একসঙ্গে যাত্রার ইতিবাচক ফল পেতে যাচ্ছে অঞ্চলটি। আট বছরের পুরনো সংঘাতের অবসানে সৌদি আরব ও ওমানের দূতেরা আগামী সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানা সফর করবেন বলে জানা গেছে।
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি আন্দোলনের কর্মকর্তাদের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে ওই দুই দেশের কর্মকর্তারা সেখানে যাবেন। দীর্ঘ দিন ধরেই সৌদি আরব ও ইরান ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে একে অপরের বিরোধী সংগঠনগুলোকে সমর্থন দিয়ে আসছে। এতে বিশেষ করে ইয়েমেনে লাখো মানুষের মৃত্যু, ঘরহারা এবং চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। দেশটির ৮০ ভাগ মানুষই এখন আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো দেওয়া খাদ্যের ওপর নির্ভরশীল। দেখা দিয়েছে অপুষ্টি ও মানবিক সংকট। পর্যবেক্ষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বী দুই দেশের সম্পর্কের ফাঁটল ধীরে ধীরে জোড়া লাগছে। ইয়েমেন সংকট নিরসনের এই পদক্ষেপ সেই ইঙ্গিতই দিচ্ছে।

জাতিসংঘের শান্তি প্রচেষ্টার পাশাপাশি প্রতিবেশী ওমানের মধ্যস্থতায় আলোচনার পথ তৈরি হয়েছে। বিবদমান পক্ষগুলোর সঙ্গে ইরান, সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তি ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও জড়িত। বৈধ সরকারকে ২০১৪ সালে উৎখাত করা হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন একটি সামরিক জোটের বিরুদ্ধে লড়ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

চীনের মধ্যস্থতায় এখন ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ফের সুসংহত হওয়ায় এই যুদ্ধ বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে।