anusandhan24.com
কালিয়াকৈরে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে মৌচাক পুলিশ ফাঁড়ী এসআই শাহ আলম বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় শুক্রবার সকালে ছাত্রদলের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

তবে বিএনপির দাবি, শনিবার কেন্দ্রীয় কর্মসূচী বানচাল করতে মিথ্যা মামলা করা হয়েছে।

পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার ৬টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে নতুন কমিটির শতাধিক নেতাকর্মী আনন্দ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পদ বঞ্চিতরা মিছিলে বাধা দিলে হট্টগোল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের সাত নেতাকর্মীকে আটক করে।

আটক নেতাকর্মীরা হলেন- রতনপুর এলাকার কাদের মোল্লার ছেলে শরিফ হোসেন (২৪), মৌচাক উত্তরপাড়া এলাকার কাসেম মিয়ার ছেলে সুলতান মাহমুদ (২৪), যোগিরচালা রহমতের গেট এলাকার হিরন মিয়ার ছেলে সজীব হোসেন (২১), সিরাজগঞ্জের চৌহালী থানার মুরাদপুর এলাকার ইউসুফ আলী ছেলে বাসার মিয়া (২২), যোগীর চালা রহমতের গেট এলাকার মকবুল দেওয়ানের ছেলে রতন দেওয়ান (৩৪), টাঙ্গাইলের ধনবাড়ী থানার বিলকুড়িচচর এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত হোসেন (১৮), উপজেলার ধোপাচালা এলাকার সোহেল হোসেনের ছেলে ইউসুফ আলী(১৮)।

এ সময় তিনটি ককটেল উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ। এ ঘটনার জেরে ওই রাতেই পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পারভেজ আহমেদ, জেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলামসহ ৪১ নেতাকর্মীর নাম উল্লেখ্য করে মামলা করে।

তবে পুলিশ জানান, নাশকতার অভিযোগে মামলা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ বলেন, ঘটনার সময় আমরা সেখানে ছিলাম না। মূলত শনিবারের কেন্দ্রীয় কর্মসূচী বানচাল করতে গায়েবী ও মিথ্যা মামলা করা হয়েছে। এর পর থেকে পুলিশ নেতাকর্মীর বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।