সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। লেনদেনও বেড়েছে। ডিএসইতে ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৪ কোটি ৯৪ লাখ টাকা বেশি।
ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ২০৫টির। লেনদেনে থাকা ১৭১ কোম্পানি ক্রেতাশূন্য ছিল। সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৬টি কোম্পানির মধ্যে ৩০টি কোম্পানির ক্রেতা ছিল না। ব্যাংক খাতে ২৩টি ও বস্ত্র খাতে ২২টি কোম্পানি ক্রেতাশূন্য।
গতকালের লেনদেনে দর বাড়ার শীর্ষে ছিল পেপার প্রসেসিং। শেয়ারটির দর ১৬ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। সর্বশেষ ১৮২ টাকা ৯০ পয়সা দরে এর লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ৯ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২২ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। দরবৃদ্ধির শীর্ষ ১০ এর তালিকায় আরও ছিল বিডি মনোস্পুল পেপার, অ্যাপেক্স ফুটওয়্যার, বিডি ল্যাম্পস, জেমিনি সি ফুড, অ্যাপেক্স ট্যানারি, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও অ্যাপেক্স স্পিনিং মিলস।
দরপতনের শীর্ষে ছিল লিগ্যাসি ফুটওয়্যার। শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৫৮ শতাংশ কমেছে। স্ট্যান্ডার্ড সিরামিকস দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৮ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৫৬ শতাংশ কমেছে। স্টাইল ক্রাফট দরপতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৯১ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।