
            anusandhan24.com : 
   
শার্দুল ঠাকুর, রিংকু সিং এবং রহমানুল্লাহ গুরবাজের ব্যাটিং তাণ্ডবে কলকাতা নাইট রাইডার্স চ্যালেঞ্জিং স্কোর গড়েছে।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৬তম আসরের নবম ম্যাচে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে কেকেআর। ৮৯ রানে ৫ উইকেট পতনের পর দলকে বড় স্কোর উপহার দিতে রীতিমতো তাণ্ডব চালান রিংকু সিং। তিনি মাত্র ৩৩ বল খেলে দুই চার আর ৩ ছক্কার সাহায্যে ৪৬ রান করেন।
৪৪ বলে ৬টি চার আর তিন ছক্কায় ৫৭ রান করে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ইনিংসের শেষদিকে রীতমতো তাণ্ডব চালান শার্দুল ঠাকুর। তিনি ২৯ বলে ৯টি চার আর তিন ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন।