রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরের আগে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে হাজারো ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ইফতারির জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
এবার জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ক্ষতিগ্রস্তদের ইফতারে সহায়তা দেওয়ার কথা জানালেন। সঙ্গে সতীর্থ মুশফিকুর রহিমকে এগিয়ে আসার জন্য মনোনয়ন করেছেন তিনি। এর আগে তাসকিনকে মনোনয়ন করেছিলেন সাকিব।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাসকিন লিখেছেন, ‘আমি নিশ্চিত আপনারা বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। যেখানে অসংখ্য ব্যবসায়ী ব্যবসা ও উপার্জনের মাধ্যম হারিয়েছেন। এটি রমজান মাসে হওয়ায় তারা কঠিন পরিস্থিতির সম্মুখিন হয়েছেন। আমি সাকিব আল ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকাল (বুধবার) ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য বিশ হাজার টাকা দান করবো। ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’
সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করে তাসকিন লিখেছেন, ‘আমি পরবর্তী ইফতারের জন্য মুশফিকুর রহিমকেও মনোনয়ন করতে চাই। এই ভয়ানক পরিস্থিতিতে সকলে কৃতজ্ঞতার সাথে কিছু একটি করার জন্য নিশ্চই এগিয়ে আসতে পারি। আসুন এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়ে নিশ্চিত করি যেন বরকতময় রমজান হয়।’