anusandhan24.com
উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত
শনিবার, ১ এপ্রিল ২০২৩ ০৪:৫৬ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১টার দিকে ক্যাম্প ৮ (ডব্লিউ) তে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ক্যাম্প ৮ (ডব্লিউ), ব্লক ই, সাব-ব্লকঃ এ/৪২ পঁচা বাজার এলাকার মৃত মোঃ হাসিমের ছেলে।

এ ঘটনায় তাইফুর (১২) নামক আরও এক শিশু আহত হয়েছে। সে একই ক্যাম্প এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ক্যাম্পে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহত এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।