anusandhan24.com
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, নিহত বেড়ে ৭
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ০৭:৩৪ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এর মধ্যে এক নারী ও তিন শিশুও রয়েছে । খবর: নিউইয়র্ক পোস্ট’র।

সোমবার ন্যাশভিলের বেসরকারি ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে।

ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।

স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিয়ে বিষয়টা জানতে পারে। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভবনটির দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনতে পায় পুুলিশ। হামলাকারী নিহতের আগে তিন শিক্ষার্থী ও তিন কর্মচারীকে হত্যা করে।

তবে পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে পারিনি। তবে ধারণা করছে হামলাকারী একজন কিশোর।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলাকারী ওই স্কুলের সাবেক শিক্ষার্থী।