anusandhan24.com
বিশ্বের সেরা দল হতে চাই, ওই লক্ষ্যে এগোচ্ছি: তাসকিন
সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

টি-২০ ক্রিকেটে জয়ের ধারায় আছে বাংলাদেশ। ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের টি-২০’র তৃতীয় সর্বোচ্চ ২০৭ রান (১৯.২ ওভারে) তুলে বৃষ্টি আইনে ২২ রানে জিতেছে সাকিবের দল।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, ৮ ওভারে আয়ারল্যান্ড ১০৪ রানের লক্ষ্য পাওয়ায় শেষ ওভারেও রিল্যাক্স ছিলেন না তারা, ‘মাঠ ভেজা হওয়ায় বল ব্যাটে আসছিল। শেষ ওভারেও রিল্যক্স ছিলাম না। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ফোকাস ছিলাম।’

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে লিটন দাস ও রনি তালুকদার বিধ্বংসী শুরু করেন। ওপেনিং জুটিতে ৭.১ ওভারে ৯১ রানের জুটি দিয়েছিলেন তারা। আবার তাসকিন বল হাতে ইনিংসের চতুর্থ ওভারে তিন উইকেট তুলে নেন। টিম ম্যানেজমেন্টের বার্তায় তাদের এই ভয়ডরহীন ক্রিকেট খেলা বলে উল্লেখ করেছেন তাসকিন।

তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট থেকে সকলকে ফ্রি ক্রিকেট খেলার কথা বলা হচ্ছে। ফ্রি হয়ে, উজাড় করে সকলে যাতে ক্রিকেটটা খেলি। যেটাকে আমরা আগ্রাসী ক্রিকেট বলছি। প্রসেস অনুযায়ী, আমরা উন্নতি করছি কিনা, ভুলগুলো বারবার করছি কিনা, এগুলো দেখা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বের সেরা দল হতে চাই। ওই লক্ষ্যে এগোচ্ছি। মাঠের খেলাই তার প্রতিফলন।’

দলের সকলে নিজ নিজ জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছে বলেও জানিয়েছেন আইরিশদের বিপক্ষে ২ ওভারে ১৬ রান দিয়ে চার উইকেট নেওয়া তাসকিন, ‘সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে। বড় দলে চার-পাঁচটা বিশ্বমানের খেলোয়াড় থাকে। আমরাও চেষ্টা করছি। একে অপরের সহায়তা করছি। আমাদের এখনও পরবর্তী ধাপে যাওয়া বাকি। তবে সকলেই চেষ্টায় আছি। এই পথে থাকলে প্রমাণ হবে আমরা সকলে বিশ্বমানের।’