anusandhan24.com
রাজা চার্লসের ফ্রান্স সফর স্থগিত
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ০৭:০৪ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ফ্রান্সের ট্রেড ইউনিয়নের চলমান বিক্ষোভের কারণে দেশটিতে রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন রাজা তৃতীয় চার্লস। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের

পেনশন সংস্কারের সিদ্ধান্তে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অটল থাকার ঘোষণা দেওয়ার পর সহিংস হয়ে উঠেছে বিক্ষোভকারীরা। চলমান উত্তাল পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজা তৃতীয় চার্লস। রাজা এবং রানি কনসোর্টের নতুন রাজত্বের প্রথম রাষ্ট্রীয় সফর ফ্রান্সে রোববার থেকে তিন দিনের জন্য শুরু হওয়ার কথা ছিল।

প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, পেনশন সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার আরেকটি নতুন ঘোষণার পর পূর্ব নির্ধারিত ২৬-২৯ মার্চের রাজা চার্লসের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে।