anusandhan24.com
এমবাপ্পে অধিনায়ক হলে অবসর নিতে পারেন গ্রিজম্যান!
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ০৬:২৬ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ফ্রান্স অধিনায়ক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। তার জায়গায় অধিনায়কের আর্মব্রান্ড পেতে পারেন কিলিয়ান এমবাপ্পে। সংবাদ মাধ্যম এএফপি, এল ইকুইপে এমনই দাবি করেছে।

যদিও ফ্রান্সের অধিনায়ক দিদিয়ের দেশম বলেছেন, অধিনায়ক কে হবেন সেটা তিনি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিশ্চিত করবেন। নেতৃত্বভার নিয়ে তিনি শিষ্যদের সঙ্গে কথা বলছেন। ওই তালিকায় এমবাপ্পে আছেন বলেও জানিয়েছেন।

তরুণ কিলিয়ান এমবাপ্পে দলের নতুন অধিনায়ক হলে সিনিয়র ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান অবসর নিতে পারেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম লে ফিগারো। তাদের দাবি, এমবাপ্পেকে নেতৃত্বভার দেওয়ার বিষয়টি বিরক্ত করেছে গ্রিজুকে। ফ্রান্সের হয়ে ১১৭ ম্যাচ খেলা ফরোয়ার্ড তাই দল থেকে সরে যাওয়ার কথা ভাবছেন।

ফ্রান্সের হয়ে ৪২ গোল করা গ্রিজম্যান রাশিয়া বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন। একটি ইউরো ও কাতার বিশ্বকাপে দলকে রানার্স আপ করতেও তিনি ছিলেন অনন্য। এর আগে লরিসের উত্তরসূরী হওয়ার প্রশ্নে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা গ্রিজম্যান বলেছিলেন, ফ্রান্স ও দেশমের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত।