anusandhan24.com
পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, মালিকের স্ত্রী-ছেলেসহ নিহত ৩
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ০৭:০৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা সংলগ্ন মহেশতলায় অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণের ফলে আগুন লেগেছে। দগ্ধ হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই মহেশতলার নুঙ্গি বাজি বাজারের ঝাউতলা পুটখালীর মণ্ডলপাড়ায় একটি বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এর পরেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিস্ফোরণের অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিক আগুন নেভানোর কাজ শুরু করলেও খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গোডাউনে আগুনে ঝলসে মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম লিপিকা হাতি, শান্তনু হাতি এবং আলো দাস। এদের মধ্যে লিপিকা ও শান্তনু ওই বাজি কারখানার মালিকের স্ত্রী ও ছেলে। আলো দাস তাদের প্রতিবেশী।

পোড়া মরদেহগুলো উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহতদের চিকিৎসা করা হয় স্থানীয় মহেশতলা সরকারি হাসপাতালে। তবে আহতদের কেউ আশঙ্কাজনক নয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়।