anusandhan24.com
রমজানে পড়তে পারেন ‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’
সোমবার, ২০ মার্চ ২০২৩ ০৬:০৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। এই মাসকে বলা হয় সুস্থ, শুদ্ধ জীবন চর্চার এক অপূর্ব সুযোগ। অন্যান্য মাসের তুলনায় এই মাস সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এমন একটি মাসকে সামনে রেখে ‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’ নামে একটি গ্রন্থ রচনা করা হয়েছে।

বইটিতে ১২৯ জন হাদিস বর্ণনাকারী সাহাবা, তাবেঈন ও তাবে তাবেঈনের বর্ণিত হাদিস ব্যবহার করা হয়েছে। তাদের সবার নাম ও সংক্ষিপ্ত পরিচয় বইয়ে সংযুক্ত হয়েছে, যা খুবই তথ্যবহুল। ২৭টি উৎস গ্রন্থ এবং ৩১টি রেফারেন্স বইয়ের সাহায্য নেওয়া হয়েছে। সবগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। একজন পাঠকের কাছে পড়ার সময় বইটিকে কঠিন গবেষণা গ্রন্থ মনে হবে না কিন্তু গবেষণা করার সব উপকরণই এখানে দেওয়া আছে।

বইটির লেখক বলেন, ‘‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’ নবীজীর (স) পবিত্রবাণীর শাব্দিক অনুবাদ নয়। নবীপ্রেমিক হিসেবে তার পবিত্রবাণীর যে অন্তর্নিহিত অর্থ আমি উপলব্ধি করেছি, তা-ই আন্তরিকতার সঙ্গে মায়ের ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।’’

হাদীস শরীফ বাংলা মর্মবাণী গ্রন্থাকারে ছাড়াও অনলাইনে পাওয়া যাচ্ছে এবং পিডিএফ বই হিসেবে ডাউনলোড করেও নেওয়া যায় (hadith.qm.org.bd)। এ ছাড়াও বইটি রকমারিতেও পাওয়া যাচ্ছে। আবার অডিও আকারেও দেওয়া আছে, যা বর্ণনা শুনতে পাওয়া যায়।