anusandhan24.com
সাভারের লুটের চরে প্লাস্টিক গুদামে আগুন
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ০৫:১৫ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটের চরে প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে প্রথম আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কেরাণীগঞ্জ ও হেমায়েতপুর চামড়াশিল্প স্টেশনের দুটি করে ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ এসব তথ্য জানান।

তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।