anusandhan24.com
রাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ০৭:২৫ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মশাল মিছিল করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় এই মিছিল করেন রাবির প্রগতিশীল আট ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।

সমাবেশে ৬দফা দাবি পেশ করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ। দাবিগুলো হলো- ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রক্টরিয়াল বডির অপসারণ ও উপাচার্যের নিঃশর্ত ক্ষমা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত, হলে ছাত্রলীগের দখলদারি ও সিট বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শতভাগ আবাসিকতা নিশ্চিত, দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিতসহ রাকসু সচল করা।